• টানা চতুর্থ বার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামি লিগ
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিচ্ছিন্ন সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবেই রবিবার বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গণনা শেষে পরিষ্কার, বাংলাদেশে চতুর্থ বার সরকার গঠন করতে চলেছে আওয়ামি লিগ। মসনদে হাসিনাই। এই নিয়ে পঞ্চম বার লোকসভা নির্বাচন জিতলেন তিনি। রাতভর গণনার পর ২৯৯ আসনের ফলাফল জানা গিয়েছে। জানা গিয়েছে আওয়ামি লিগ জয়ী ২২৩ আসনে, জাতীয় পার্টি জয়ী ১১ আসনে, কল্যাণ পার্টি জিতেছে ১টি আসন। জাসদের ঝুলিতে ১টি আসন, ওয়ার্কার্স পার্টি ১টি আসন জিতেছে, স্বতন্ত্র (আ:লিগ) জিতেছে ৬২টি আসন। রবিবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণণা শুরু হয়ে।  এবার ব্যালট পেপারে ভোট হওয়ার কারণে গণণায় কিছুটা সময় লেগেছে। ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, সারাদেশের তথ্য নিয়ে তিনি জেনেছেন প্রায় ৪০ শতাংশের মতো ভোট পড়েছে। তবে কিছু কেন্দ্রে সহিংসতার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছিলেন।
  • Link to this news (আজকাল)