• আশি পেরিয়েও কিছু মানুষ অবসর নিতে প্রস্তুত নন, অজিতের নিশানায় কে'...
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অন্যান্য ক্ষেত্রের মতোই এই মুহূর্তে রাজনীতিতে বয়স নীতি নিয়ে জোর চর্চা। এরাজ্যেও তা নিয়ে চর্চা হয়েছে সম্প্রতি। অন্যদিকে বয়স নিয়ে আলোচনা মহারাষ্ট্রের রাজনীতিতেও। অজিত পাওয়ার বলছেন, আশি বছর পেরিয়েও কিছু মানুষ এখনও অবসর নিতে প্রস্তুত নন। অজিত পাওয়ার বলেন, মহারাষ্ট্র সরকারের কর্মীরা ৫৮ বছর বয়সে অবসর গ্রহণ করেন। বেশিরভাগ মানুষ সাধারণত ৭৫ বছর বয়সে তাঁদের সক্রিয় পেশাগত জীবন বন্ধ করে দেন। কিন্তু কিছু কিছু মানুষ আছেন, যাঁরা ৮০ বছর পেরিয়ে যাওযার পরেও, এমনকি ৮৪ বছর অতিক্রম করেও অবসর গ্রহণ করতে প্রস্তুত নন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, অজিতের নিশানায় কে? ওয়াকিবহাল মহলের মতে, অজিত পাওয়ার আসলে তাঁর কাকা, শরদ পাওয়ারকেই নিশানা করেছেন । সম্প্রতি শরদ পাওয়ারের হাত ছেড়ে গেরুয়া শিবিরের সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হয়েছেন অজিত। যদিও তারপরেও দুই পাওয়ারের সাক্ষাৎ হয়েছে একাধিকবার।
  • Link to this news (আজকাল)