• জাপানে ধ্বংসস্তূপ থেকে ৯০ বছরের বৃদ্ধাকে ৫ দিন পর জীবিত উদ্ধার...
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের প্রথমদিনে জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, বছরের শুরুতেই বিপর্যস্ত হয় জনজীবন, তার পাঁচ দিন পর এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে। পশ্চিমাঞ্চলের একটি বাড়ির ধ্বংসস্তূপে আটকে ছিলেন ৯০ বছর বয়সী ওই মহিলা। পরে উদ্ধারকারীরা তাঁকে জীবিত উদ্ধার করেন। জাপানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৬ জনে। ভূমিকম্পের ফলে নোটো উপদ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ৭.৬ মাত্রার ভূমিকম্পের পর সুজুর এই বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে পাঁচ দিনেরও বেশি সময় আটকে ছিলেন। সমাজ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা বৃদ্ধাকে উদ্ধারের পর প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছেন, ফলে তাঁকে স্পষ্ট দেখা যায়নি। এদিকে উদ্ধার কাজে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। তুষারপাত ও ঠান্ডার মধ্যেও ত্রাণসামগ্রী পৌঁছনোর নির্দেশ দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী। এখনও পর্যন্ত বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে ওয়াজিমা সিটিতে।
  • Link to this news (আজকাল)