• কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত বহু
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে গত শনিবার ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে হতাহত হয়েছে অন্তত ২৫ জন। দেশটিতে অবস্থিত রাষ্ট্রসঙ্ঘ মিশন এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাষ্ট্রসঙ্ঘ মিশনের পক্ষ থেকে বলা হয়েছে, নৃগোষ্ঠী হাজরা সম্প্রদায়কে লক্ষ্য করে পশ্চিমাঞ্চলীয় দশত-এ বারচি এলাকায় হামলা চালানো হয়েছে। বিস্ফোরণে হাজরা সম্প্রদায়ের ২৫ সদস্য হতাহত হয়েছেন। রাষ্ট্রসঙ্ঘ মিশন হাজরা সম্প্রদায়ের লোকদের সুরক্ষা এবং হামলায় জড়িত অপরাধীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে।হাজরা সম্প্রদায় আফগানিস্তানে প্রধান নৃগোষ্ঠী জাতি। প্রতিবেশী পাকিস্তান ও ইরানেও এই নৃগোষ্ঠীর আবাস আছে। কাবুলের নিরাপত্তা বিভাগের একজন মুখপাত্র খালিদ জর্ডান এক বিবৃতিতে বলেছে, কাবুলে পিডি৬ নামে এলাকায় এ বিস্ফোরণ হয়েছে। তিনি বলেন, এক গাড়িকে লক্ষ্য করে এ হামলা হয়েছে। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে ১৪ জন।
  • Link to this news (আজকাল)