• ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে নেই সামি, হার্নিয়ার অস্ত্রোপচার হবে সূর্যকুমারের...
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে নেই মহম্মদ সামি। গোড়ালির চোটের পর এখনও বল করা শুরু করেননি। তৃতীয় টেস্ট থেকে খেলার সম্ভাবনা রয়েছে ভারতীয় পেসারের। অন্যদিকে বেশ কয়েকদিন ক্রিকেটের বাইরে থাকতে হবে সূর্যকুমার যাদবকে। হার্নিয়া হয়েছে টি-২০ ক্রিকেটের একনম্বর ব্যাটারের। অস্ত্রোপচার করাতে হবে। অপারেশনের জন্য সূর্যকে বিদেশে পাঠাতে চাইছে বিসিসিআই। আশা করা যাচ্ছে, আইপিএলের আগে ফিট হয়ে যাবেন। বোর্ডের একটি সূত্র বলেন, "সামি এখনও বল করাই শুরু করেনি। এনসিএতে নিজের ফিটনেস টেস্ট দিতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে অনিশ্চিত। সূর্যকুমারের ফিরতে একটু সময় লাগবে। হার্নিয়ার অস্ত্রোপচারের পর ট্রেনিংয়ে যোগ দিতে আট থেকে ন"সপ্তাহ লেগে যাবে। আশা করা যাচ্ছে, আইপিএলের আগে ফিট হয়ে যাবে।" দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু"ম্যাচের টেস্ট সিরিজে প্রথমে সামিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু পরে জানানো হয়, রিকভারির ওপর নির্ভর করছে তাঁর খেলা। কিন্তু বোর্ডের মেডিক্যাল টিমের থেকে ফিট সার্টিফিকেট পাননি বাংলার পেসার। সামিকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে থাকছেন যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ। ভারতের সব পিচই সাধারণত স্পিন সহায়ক হওয়ায় তিনজন সেরা পেসারের প্রয়োজন পড়বে না সিরিজে। তাই ধীরে চলো নীতিতে বোর্ড। 
  • Link to this news (আজকাল)