• নজরে ভোট, মতভেদ মেটাতে বৈঠকে বসছে কংগ্রেস-আপ
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আগে হাতে আর সময় নেই বেশি। রাজনৈতিক দলগুলি নিজেদের রণকৌশল তৈরি করছে। এই পরিস্থিতিতে মুখোমুখি বৈঠকে বসছে আপ-কংগ্রেস। ওয়াকিবহাল মহলের মতে ভোটের আগে মতভেদ দূর করতেই মুখোমুখি বসছে দুই দল। মনে করা হচ্ছে, লোকসভা ভোটের আগে হাত শিবির ইন্ডিয়া জোটের শরিকি দলগুলির সঙ্গে দূরত্ব মেটানোর চেষ্টা করছে। সূত্রের খবর, সোমবার কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন আম আদমি পার্টির নেতারা। অন্যদিকে ইতিমধ্যে আপের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সভা থেকে লোক সভা, নির্বাচনে তারা এবারেও আস্থা রাখছে জেলবন্দী নেতাদের ওপর। রাজ্য সভায় ভোট লড়বেন আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দী সঞ্জয় সিং, অন্যদিকে রবিবার গুজরাটের ভুরুচ থেকে আম আদমি সুপ্রিমো ঘোষণা করেন ভুরুচ লোকসভা কেন্দ্র থেকে ২০২৪-এর নির্বাচন লড়বেন জেলবন্দী বিধায়ক চৈতর ভাসাভা।
  • Link to this news (আজকাল)