• ধর্ষকদের মুক্তিকে চ্যালেঞ্জ করে বিলকিসের আবেদন বৈধ, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ...
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিলকিস বানোর গণধর্ষণ মামলায় শিউরে উঠেছিল গোটা দেশ, রাগে ফুঁসেছিল, যেদিন বিলকিসের ধর্ষকদের আগেই মুক্তি দেওয়া হয়। দোষীদের আগাম মুক্তিকে চ্যালেঞ্জ করেছিলেন বিলকিস। সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, তাঁর আবেদন বৈধ। অর্থাৎ শীর্ষ আদালতের রায়ে বড় ধাক্কা খেল গুজরাট সরকার। গত বছর স্বাধীনতা দিবসের দিনে মুক্তি পাওয়া ১১ জন দোষীর মুক্তি রদ করা হল। ফের তাদের ফিরতে হবে জেলে। চলবে মামলার শুনানি। উল্লেখ্য, বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তের বিরোধীতা করে অনেকেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। এই মামলার শুনানি চলছিল প্রায় বছরখানেক ধরেই। শুনানির পর সোমবার দেশের শীর্ষ আদালত দাঁড়াল বিলকিসের পক্ষেই। ২০০২ সালের বিলকিস বানো গণধর্ষণের ঘটনায় এখন শিউরে ওঠে গোটা দেশ। ৫ মাসের অন্তঃস্বত্বা বিলকিসকে গণধর্ষণ করা হয়, এখানেই থেমে থাকেনি অপরাধের সীমা, বিলকিসের চোখের সামনেই তাঁর ৩ বছরের সন্তান সহ আত্মীয়-পরিজনদের খুন করা হয়। ২০০৮ সালের ২১ জানুয়ারি ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০২২ সালের ১৫ আগস্ট ১১ জন দোষীদের মুক্তি দেওয়া হয়।
  • Link to this news (আজকাল)