• ‌লোকসভা নির্বাচনের আগে ফারাক্কায় দুর্বল হল কংগ্রেস, শক্তি বৃদ্ধি তৃণমূলের ...
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ‌আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের একবার মুর্শিদাবাদ জেলায় বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। সোমবার ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ফারাক্কা পঞ্চায়েত সমিতির দুই কংগ্রেস সদস্য। এর ফলে ২৭ আসন বিশিষ্ট ফারাক্কা পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ২০। তৃণমূল বিধায়ক দাবি করেছেন আগামী কিছুদিনের মধ্যে আরও ২ জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করবেন। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ‘‌কংগ্রেসের প্রতীকে জয়ী সদস্য কামাল হোসেন এবং মোজাহারুল হক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাদের সঙ্গে আরও কয়েকশো কংগ্রেস সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বাম ও কংগ্রেসে থেকে উন্নয়নের কোনও কাজ করা সম্ভব নয় বুঝতে পেরেই পঞ্চায়েত সমিতির সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।’‌ প্রসঙ্গত, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা তৃণমূল কংগ্রেস যোগদান করায় সম্প্রতি শাসক দল ফারাক্কা ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েতেরই দখল পেয়েছে। তৃণমূল কংগ্রেসের আদি এবং নব্যদের মধ্যে যাতে কোনও দ্বন্দ্ব না থাকে তা সুনিশ্চিত করতে বিধায়ক বলেন, ‘‌দলের মধ্যে পুরনো যাঁরা রয়েছেন তাঁরা সকলে দলে যারা নতুন যোগদান করছেন তাঁদেরকে নিয়ে একসঙ্গে উন্নয়নের জন্য কাজ করবেন।’‌ তিনি বলেন, ‘‌কেন্দ্রের বিজেপি সরকার এই রাজ্যের মানুষকে ভাতে মারার চেষ্টা করছে। আমাদের সকলের লক্ষ্য ২০১৪ এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসন থেকে তৃণমূলের প্রার্থীদের জয়ী করে মমতা ব্যানার্জির হাত শক্ত করা।’‌ অন্যদিকে সোমবার বিধায়কের উদ্যোগে বিশেষভাবে সক্ষম ৩৫ জনের হাতে ট্রাই সাইকেল, শীত বস্ত্র, খাদ্য সামগ্রী এবং আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।
  • Link to this news (আজকাল)