• ব্রিগেড সমাবেশের শেষে বুদ্ধদেবের বার্তা পাঠ করলেন মীনাক্ষী...
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ব্রিগেড সমাবেশের একদম শেষে মঞ্চে উঠে বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা পড়ে শোনালেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। সেই বার্তা দিয়েই শেষ হল রবিবারের ব্রিগেড। মহম্মদ সেলিমের ভাষণ শেষের পর মঞ্চে ওঠেন মীনাক্ষী। তিনি বলেন, "কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের ডিওয়াইএফআই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সম্পাদক। তাঁর বাড়িতে আমরা শনিবার গিয়েছিলাম। লড়াইয়ের উষ্ণতা নিয়েই ফিরেছি। ওঁর বার্তা উনি ওঁর স্ত্রী এবং মেয়ের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। এটাই আমাদের লড়াইয়ের ডাক।" বুদ্ধদেবের বার্তায় বলা হয়, "এটাই ডিওয়াইএফআই। সুতরাং ব্রিগেডের সমাবেশ সাফল্যমণ্ডিত হবে।" শনিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি গিয়েছিলেন মীনাক্ষীরা। তাঁর সঙ্গে দেখা করে রবিবারের ব্রিগেডে সে কথা জানান মীনাক্ষী।
  • Link to this news (আজকাল)