ঢক্কানিনাদই সার, বাংলাদেশের ভোটে মুখ থুবড়ে পড়ল তৃণমূল
২৪ ঘন্টা | ০৮ জানুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে আওয়ামী লিগ। সংসদের ২৯৭ আসনের মধ্যে শেখ হাসিনার দল পেয়েছে ২২৩ আসন। জাতীয়পার্টি পেয়েছে ১১ আসন, নির্দল পেয়েছে ৬২ আসন। ভোট বয়কট করেছিল বিএনপি। তবে প্রচুর ঢক্কনিনাদ করেও শোচনীয় ফল করেছে তৃণমূল বিএনপি। বিপুল ভোটে হেরেছেন তৃণমূল বিএনপির দুই শীর্ষ কর্তা শামসের মুবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দেকার।
বিএনপি ভেঙে তৃণমূল বিএনপি তৈরির পর দলের নেতারা ঘোষণা করেছিলেন, দেশের সবকটি আসনেই প্রার্থী দেবে তৃণমূল বিএনপি। তবে এবার ১৩৭ আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূল। ভোটের ফলাফলে অধিকাংশ বিরোধীদের অবস্থা শোচনীয়। সিলেট-৬ থেকে হরেছেন তৃণমূল বিএমপির চেয়ারপার্সন শামসের মুবিন চৌধুরী। তিনি হেরেছেন আওয়ামী লিগ প্রার্থীর কাছে। অন্যদিকে, নারায়ণগঞ্জ ১ আসন থেকে শোচনীয়ভাবে হেরেছেন দলের মহাসচিব তৈমূর আলম খন্দেকার। তিনি পেয়েছেন ৩ হাজারের বেশি কিছু ভোট। তাঁর আসনে লড়াইয়ের ময়দানে ছিলেন ৯ প্রার্থী।সিলেট ৬ আসন থেকে হেরেছেন দলের তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শামসের মুবিন চৌধুরী। তিনি হরেছেন দেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে। আওয়ামী লিগ প্রার্থী নুরুলের কাছে শামসের মুবিন চৌধুরী হেরেছেন ৫০ হাজারের বেশি ভোটে। শুধু তাই নয় ওই আসনে শামসের মুবিন রয়েছেন তৃতীয় স্থানে।ভোটের আগে থেকেই বিপুল সাড়া জাগিয়েছিল তৃণমূল বিএঅমপি। তাদের প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মাত্র ৯ জন। এদের কেউই ভোটের ময়দানে কোনও কেরামতি দেখতে পারেননি। মৌলভীবাজার ২ আসন থেকে দাঁড়িয়েছিলেন এম এম শাহিন। বিএনপিতে থাকাকালীন তাঁর রমরমা থাকলেও দল ছেড়ে তৃণমূলে যোগ দিতেই তা রাতারাতি উবে গিয়েছে। ওই আসনে আওয়ামী লিগ প্রার্থী সফিউল আলম চৌধুরী যেখানে পেয়েছেন ৭২ হাজারের বেশি ভোট। সেখানে শাহিন পেয়েছেন মাত্র ১১ হাজারের বেশি কিছু ভোট।