• Student Internship Scheme: স্টাইপেন্ড মিলবে ১০ হাজার টাকা, সরকারি চাকরি পেতে মমতার 'স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম' কতটা কার্যকরী?
    এই সময় | ০৮ জানুয়ারি ২০২৪
  • সপ্তাহের শুরুর দিনেই সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রাবস্থাতেই যাতে সরকারি দফতরগুলিতে কাজ শিখতে পারেন ছাত্রছাত্রীরা সেই জন্য স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'পড়াশোনা শেষের পর কলেজ এবং ইউনিভার্সিটির পড়ুয়ারা ইন্টার্নশিপ স্কিমের জন্য আবেদন করতে পারবেন।' ফলে সরকারি দফতরের কাজ কী ভাবে হয়, তা কাছ থেকে দেখার সুযোগ থাকবে এবং তা খাতায় কলমে করার সুযোগ পাবেন ওই পড়ুয়ারা। এই সুযোগ পেতে চলেছেন মোট ২৫০০ পড়ুয়া। যোগ্যতার উপর ভিত্তি করে সুযোগ দেওয়া হবে। পরে তাঁদের যোগ্যতা বিচার করে তা রিনিউ করা হতে পারে। আর সাম্মানিক হিসেবে তাঁদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে।বিভিন্ন ধরনের সরকারি চাকরি যেমন WBCS বা আরও অন্যান্য পদগুলিতে কাজের আগে এই ইন্টার্নশিপের সুযোগ পেলে এই পড়ুয়াদের CV-তে তা ভালো প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। রাজ্যে এর আগে পড়ুয়াদের জন্য এই ধরনের সুযোগ সেভাবে ছিল না। স্বাভাবিকভাবেই তাঁদের কাছে কেরিয়ারের একটা নতুন দিক খুলে যেতে চলেছে বলে মনে করা হচ্ছে।স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই সুযোগের ফলে কি সরকারি চাকরি পেতে সুবিধা হবে? কী মনে করছেন বিশিষ্টজনেরা?এই প্রসঙ্গে বিশিষ্ট ভাষাবিদ পবিত্র সরকার এই সময় ডিজিটাল-কে বলেন, 'এগুলো একটু নাটকীয় প্রদর্শন। তবে হয়তো ট্রেনিং থাকলে সুযোগ হতেও পারে। তবে এটা নিয়ে খুব যে আশা করছি তা নয়।’উল্লেখ্য, এদিন WBCS অফিসার প্রসঙ্গেও উল্লেখযোগ্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘'বাংলা মাধ্যমের ছেলেমেয়েরা ভালো ইংরেজি বলতে না পারলে তাদের অবহেলা করা হয়। বামেরা ইংরেজি শিক্ষা তুলে দিয়েছিল প্রাথমিকে। আমরা তা চালু করেছি।'তিনি আরও বলেন, 'WBCS অফিসাররা একটা সময় ইংরেজি ড্রাফট ঠিকমতো করতে পারতেন না। তাঁদের নানা অসুবিধে হত। এখন তাঁদের বিদেশে পাঠানো হচ্ছে। প্রশিক্ষণ নিয়ে আসছেন তাঁরা। তাঁদের ইংরেজি আরও ‘ফ্লুয়েন্ট’ হচ্ছে বলে মন্তব্য করেন।’এদিন রাজ্যের SC, ST পড়ুয়াদের জন্য বিশেষ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা নিট বা আইআইটির প্রশিক্ষণ নিতে পারবেন সরকারি সাহায্যে। এর আগেও এই ধরনের উদ্যোগে বিস্তর সাফল্য এসেছে বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)