• ভোটে জিতলেন ১৯ নারী ও ১৪ সংখ্যালঘু প্রার্থী
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৪
  • সমীর দে, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে ১৯ জন নারী নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দলটির ১৫ নারী প্রার্থী নির্বাচিত হয়েছেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চার জন নারী জয়ী হয়েছে। এবার সংসদ নির্বাচনে নারী প্রার্থী ছিলেন ৯৬ জন। এছাড়া দুই জন ছিলেন হিজড়া। একাদশ সংসদ নির্বাচনে ৬৯ নারী প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে ২২ জন নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে সেটাই ছিল সর্বোচ্চ সংখ্যক নারী নির্বাচিত হওয়ার রেকর্ড। গত সংসদে জাতীয় পার্টি থেকে দু’জন ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে একজন নারী প্রার্থী নির্বাচিত হলেও এবার অন্য কোনও দলের নারী প্রার্থীরা জয়ী হতে পারেনি।আওয়ামী লীগ থেকে নির্বাচিত নারী সংসদ সদস্য হলেন রংপুর-৬ আসনে ড. শিরীন শারমিন চৌধুরী, গাইবান্ধা-৩ আসনে উন্মে কুলসুম স্মৃতি, বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান, সিরাজগঞ্জ-২ আসনে জান্নাত আরা হেনরি, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার, বরগুনা-২ আসনের সুলতানা নাদিরা, শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী, কিশোরগঞ্জ-১ আসনের সৈয়দা জাকিয়া নূর, মুন্সীগঞ্জ-২ আসনে সাগুফতা ইয়াসমিন এমিলি, গাজীপুর-৪ আসনে রুমানা আলী, গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন রিমি, গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনা, চাঁদপুর-৩ আসনে দীপু মনি, চট্টগ্রাম-২ আসনের খাদিজাতুল আনোয়ার এবং কক্সবাজার-৪ আসনের শাহীন আক্তার।এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-১ আসনের আব্দুল্লাহ নাহিদ নিগার, মাদারীপুর-৩ আসনে মোসা. তাহমিনা বেগম, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্ত ও হবিগঞ্জ-১ আসনের আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবার বিজয়ী হয়েছেন। অন্যদিকে, এবারের নির্বাচনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মধ্যে মোট ১৪ জন জয়ী হয়েছেন। এর মধ্যে ক্ষুদ্র জাতিসত্তার তিনজন ও ১১ জন হিন্দু সম্প্রদায়ের। নির্বাচনে নৌকা প্রতীকে ক্ষুদ্র জাতিসত্তার চারজনসহ ২০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের সাতজনসহ মোট আটজন ফেল করেছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের দুই প্রার্থী পাস করেছেন।বিজয়ীরা হলেন রমেশ চন্দ্র সেন (ঠাকুরগাঁও-১), সৌমিত্র পাণ্ডে (কুড়িগ্রাম-৩), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), সৌরেন্দ্রনাথ চক্রবর্তী (নওগাঁ-৩), বীরেন শিকদার (মাগুরা-২), ননি গোপাল মণ্ডল (খুলনা-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), রনজিত চন্দ্র সরকার (সুনামগঞ্জ-১) ও প্রাণ গোপাল দত্ত (কুমিল্লা-৭)। স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হয়েছেন সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্তা ও বরিশাল-৪ আসনে পঙ্কজ দেবনাথ। এ ছাড়া ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধিদের মধ্যে খাগড়াছড়ি থেকে কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটি থেকে দীপঙ্কর তালুকদার এবং বান্দরবান থেকে বীর বাহাদুর উ শৈ সিং পাস করেছেন।
  • Link to this news (আজকাল)