• ‌‌গাজায় সাংবাদিক মৃতের সংখ্যা বেড়ে হল ১০৯
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ অক্টোবর থেকে ফিলিপিন্সের গাজা উপত্যকায় ইজরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় সাংবাদিক মৃতের সংখ্যা ১০৯ ছুঁয়েছে। সদ্য গাজায় ইজরায়েলি হামলায় মারা গেছেন এএফপির সাংবাদিক মুস্তফা থুরায়া এবং আল জাজিরার গাজা ব্যুরো প্রধান ওয়ায়েল আল দাহদোহের ছেলে হামজা ওয়ায়েল আল দাহদোহ। ‘যুদ্ধের সংবাদ ও প্রকৃত তথ্য প্রকাশ করা থামাতেই সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন ও লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে,’ বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া। সংবাদমাধ্যমের কর্মীদের ওপর হামলা বন্ধে সাংবাদিকদের বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, মানবাধিকার সংগঠন ও আইনি প্রতিষ্ঠানকে সজাগ হওয়ার আহ্বান জানিয়েছে গাজার সরকারি মিডিয়া দপ্তর। 
  • Link to this news (আজকাল)