• ‌‌জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬১
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ জাপানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬১। ভূমিকম্পের এক সপ্তাহ পরও নিখোঁজ বহু। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। যদিও প্রতিকূল আবহাওয়া উদ্ধারকাজে ব্যাঘাত ঘটাচ্ছে। ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে ভূমিধস ও বাড়ি ভেঙে পড়ার সতর্কতা জারি হয়েছে। প্রসঙ্গত ভয়াবহ ভূমিকম্প নোটো উপদ্বীপে আঘাত হেনেছিল। একাধিক বাড়ি ভেঙে পড়ার পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। মৃতদের বেশিরভাগই ওয়াজিমা ও সুজুতে। এই শহর দুটি ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে জরুরি আশ্রয়কেন্দ্রে থাকছেন। যারা ঘরছাড়া, জাপানি সামরিক বাহিনী তাদের খাবার, জল ও কম্বল সরবরাহ করছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে ৬ হাজার সেনা। 
  • Link to this news (আজকাল)