• ক্রিকেটের পাশাপাশি এবার মহিলা ফুটবলার তুলে আনার কাজে কেকেআর...
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটের পর এবার ফুটবল। নতুন ভূমিকায় কলকাতা নাইট রাইডার্স। মির ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়ে এবার ফুটবলে প্রতিভা তুলে আনার কাজে নামল শাহরুখ খানের দল। বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে কৃষক এবং দিনমজুরদের মেয়েদের তুলে আনবে কেকেআর। ৫০ জন প্রতিভাবান মহিলা ফুটবলারকে প্রশিক্ষণ দেওয়া হবে। বীরভূম জেলার রাজনগর ব্লকের ১০ থেকে ২০ বছরের মধ্যে ৫০ জন ফুটবলারকে বাছা হয়েছে। এরা প্রত্যেকেই দরিদ্র পরিবারের। বেশিরভাগই কৃষক পরিবারের মেয়ে। টাকার অভাবে যাতে প্রতিভা নষ্ট না হয়, সেই কারণেই এই পদক্ষেপ কেকেআরের। ভবিষ্যতে বাংলার বিভিন্ন জায়গা থেকে প্রতিভা তুলে আনার দিকেও নজর দেবে কলকাতা ফ্র্যাঞ্চাইজি। নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, "শুধু ক্রিকেট নয়, আমরা তার বাইরেও ভাবনাচিন্তা করি। মাঠের বাইরেও আমাদের দায়িত্ব আছে। আমরা সেটা পালনের চেষ্টা করছি। বাংলার মেয়েরা এখন অনেক উন্নতি করেছি। কিন্তু এমন অনেকে আছে যারা টাকার অভাবে স্বপ্নপূরণ করতে পারে না। তাঁদের স্বপ্ন বাস্তবায়িত করার চেষ্টা করছি।" ভবিষ্যতে আরও বড় আকারে এই প্রকল্প করার ইচ্ছে রয়েছে কলকাতা ফ্র্যাঞ্চাইজির। 
  • Link to this news (আজকাল)