• ‌৬০ বছর বয়স হলেও কাজে বিদায় দিই না, বয়স নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য মুখ্যমন্ত্রীর...
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের অন্দরে ‘‌নবীন–প্রবীণ দ্বন্দের’‌ মধ্যেই বয়স নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির। সোমবার গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন দুই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং এইচকে দ্বিবেদীকে দেখিয়ে তিনি বলেন ‘‌আমরা ৬০ বছর বয়স হলেও কাজে বিদায় দিই না। তাঁদের কাজকর্ম ও অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই।’‌ উল্লেখ্য, এইমুহুর্তে মুখ্যমন্ত্রীর দপ্তর বা সিএমও’‌র মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং এইচকে দ্বিবেদী হলেন রাজ্যের অর্থ দপ্তরের মুখ্য উপদেষ্টা। মাত্র ২৪ ঘন্টা আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁর নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে একটি অনুষ্ঠানে বলেছিলেন, বয়স হলে কর্মক্ষমতা কমে যায়। কিন্তু সোমবার মমতার এই বক্তব্য প্রমাণ করে তিনি অভিষেকের মতের সঙ্গে হয়তো একমত হতে পারছেন না। বয়স বিতর্ক নিয়ে এর আগে তৃণমূলের অন্দরে যথেষ্টই চর্চা হয়েছে। রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ নিজে এই নিয়ে নবীন প্রজন্মের হয়ে ব্যাটিং করেছেন। তৃণমূল কংগ্রেসের আরও বেশ কয়েকজন নেতাও বয়স বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী একধাপ এগিয়ে ‘‌সফটঅয়্যার আপডেট’‌–এর পরামর্শও দিয়েছিলেন। সর্বোপরি দলে সেকেন্ড–ইন–কমান্ড বলে যাকে মনে করা হয় সেই অভিষেক নিজেও বারবার এই বয়স বিতর্ক নিয়ে তরুণদের হয়ে সওয়াল করেছেন।
  • Link to this news (আজকাল)