• অপেক্ষার অবসান, ওপার বাংলাতেও এবার কলকাতা বইমেলা...
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রতি বছর বাংলাদেশের জন্য বিশেষ জায়গা থাকে আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। প্রতি বছরই কিছু না কিছু অভিনবত্ব থাকে বাংলাদেশ প্যাভিলিয়নে। কিন্তু কলকাতা বইমেলায় প্রত্যেক বছর ডাক পেলেও বাংলাদেশ বইমেলায় এখনও পর্যন্ত ডাক পায়নি কলকাতা। সেই আক্ষেপ এবার মিটতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিল বা মে মাসে ঢাকায় হতে চলেছে কলকাতা বইমেলা, এমনটাই জানালেন গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়। তিনি বলেন, "আমরা গতবছর বলার পর আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল ঢাকা থেকে। সেইমতো আমরা দু"পক্ষ আলোচনায় বসি। পরে ২৭ নভেম্বর থেকে ওদের বইমেলা শুরু হওয়ার কথা ছিল। নির্বাচনের জন্য সেই বইমেলা পিছিয়ে যায়। এখন নির্বাচন হয়ে গেল। ফল প্রকাশও হয়ে গিয়েছে। ওদের ৩১ তম বইমেলা হয়ে যাওয়ার পরেই, আগামী এপ্রিল-মে মাসে আমরা কলকাতা বইমেলা করছি।"
  • Link to this news (আজকাল)