• শেখ হাসিনাকে ফোনে অভিনন্দন PM মোদীর, আরও কী কথা হল?
    আজ তক | ০৯ জানুয়ারি ২০২৪
  • বাংলাদেশ জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের ক্ষমতা দখলের পথে শেখ হাসিনার আওয়ামি লিগ। রেকর্ড সংখ্যক ভোট পেয়ে জিতেছেন শেখ হাসিনা। তাঁকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেলিফোনে দুজনের কথা হয়েছে। হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে নিজেই এই কথা জানিয়েছেন। 

    প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে উল্লেখ, 'বাংলাদশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে। সংসদ নির্বাচনে টানা চতুর্থবার ঐতিহাসিক জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের স্থায়ী এবং জনকেন্দ্রীক অংশীদারিত্বকে আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

    এর আগে সোমবার সকালে নির্বাচনে জয়ের জন্য আওয়ামি লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ঢাকায় উপস্থিত বিদেশি রাষ্ট্রদূতদের মধ্যে তিনিই প্রথম শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে অভিনন্দন জানান।

    প্রসঙ্গত, টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়ে বাংলাদেশে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামি লিগ। রবিবার ২৯৯ আসনে ভোট হয়। এর মধ্যে ২২২টিতে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামি লিগের প্রার্থীরা। বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন আওয়ামি লিগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    শেখ হাসিনা রবিবার গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদে পুনঃনির্বাচিত হয়েছেন। ৭৬ বছর বয়সী হাসিনা ২,৪৯,৯৬৫ ভোট পান। যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর মাত্র ৪৬৯ ভোট পেয়েছেন। গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজি মাহবুবুল আলম এই ফলাফল ঘোষণা করেন। ১৯৮৬ সাল থেকে অষ্টমবারের মতো গোপালগঞ্জ-৩ আসনে জয়ী হয়েছেন হাসিনা।
  • Link to this news (আজ তক)