রামমন্দির উদ্বোধনলগ্নে মন্দির থেকে চুরি গেল জোড়া বিষ্ণুমূর্তি...
২৪ ঘন্টা | ০৯ জানুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রামমন্দির উদ্বোধন নিয়ে গোটা দেশ যখন উজ্জীবিত সেই লগ্নে মন্দির থেকে চুরি গেল বহুমূল্য দুটি মূর্তি। বিষ্ণুর প্রস্তরমূর্তি। ২০২২ সালের এপ্রিল মাসে অজয় নদ থেকে গ্রামবাসীরা মূর্তি দুটি উদ্ধার করেছিলেন। উদ্ধারের পরে মূর্তিদুটি মন্দিরে প্রতিষ্ঠা করে পুজোও শুরু করেছিলেন তাঁরা। ঘটনাস্থল কাটোয়া।
গত বছর উদ্ধার হওয়া ওই মূর্তিদুটিই খোওয়া গিয়েছে। কাটোয়ার মঙ্গলকোটের খেঁড়ুয়ার ওই মন্দিরে আরও একটি বড় বিষ্ণুমূর্তি-সহ ছোট ছোট কয়েকটি ভাঙা মূর্তি ছিল এবং সেসবে হাতই ছোঁয়ায়নি চোরের দল বলে দাবি গ্রামবাসীদের।গ্রামবাসীরা জানান, মন্দিরের ভিতরের বেদি করে মূর্তি দুটি বসানো ছিল। বেদি থেকে উপড়েই মূর্তি দুটিকে নিয়ে গিয়েছে চোরের দল। সঙ্গে তাঁরা যোগ করেন, এলাকায় মূর্তি চোরের দল আবার সক্রিয় হয়েছে। মঙ্গলকোটের খেঁড়ুয়ায় মূর্তি চুরির ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মূর্তিদুটোর প্রত্নতাত্ত্বিক মূল্য বিবেচনা করেই প্রশাসন নিজেদের হেফাজতে চেয়েছিল। কিন্তু গ্রামবাসীরা সেসময় প্রশাসনকে তা দিতে রাজি ছিলেন না। মঙ্গলকোট থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।