• ‌বাংলাদেশে দ্বাদশ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি,‌ দাবি আমেরিকার...
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশে ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু বা অবাধ কোনওটাই হয়নি। দাবি করল আমেরিকা। সোমবার মার্কিন বিদেশ দপ্তর বিবৃতিতে জানিয়েছে, এই নির্বাচনে সব দল অংশ নেয়নি। তবে আমেরিকা ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো–প্যাসিফিক অঞ্চল বিষয়ে যে পরিকল্পনা আছে, তা এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। এছাড়া বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে। তবে আমেরিকা বাংলাদেশে বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন হিংসার খবরে উদ্বিগ্ন বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। মার্কিন বিদেশ দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমেরিকা অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে, এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘সকল রাজনৈতিক দলকে হিংসা প্রত্যাখ্যান করার আহ্বান জানাই।’
  • Link to this news (আজকাল)