• ‌ইজরায়েলের হামলায় গাজায় মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়াল
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ গাজা উপত্যকায় ইজরায়েলের হামলা অব্যাহত। গত ২৪ ঘণ্টায় বিমান হামলায় ২৪৯ জন প্যালেস্তাইনি মারা গেছেন। গাজার স্বাস্থ্যমন্ত্রক বলেছে, গত ২৪ ঘণ্টায় ৫১০ জন আহত হয়েছেন। প্রসঙ্গত, ৭ অক্টোবর ইজরায়েলে আচমকা হামলা চালায় প্যালেস্তাইনি সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলায় ইজরায়েলে এক হাজার ১৩৯ জন মারা যান। এরপর গাজায় হামলা শুরু করে ইজরায়েল। যা এখনও অব্যাহত রয়েছে। এখনও অবধি ইজরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৮৪। এর মধ্যে ৯ হাজার ৬০০ শিশু রয়েছে। প্রায় ৫৯ হাজার প্যালেস্তাইনি আহত হয়েছেন। ইজরায়েলি হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার ৬০ শতাংশ বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
  • Link to this news (আজকাল)