• বাতিল রামলালার অযোধ্যা শোভাযাত্রা
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যা সহ গোটা দেশের রাম ভক্তরা এখন অপেক্ষার প্রহর গুনছেন। অপেক্ষা ২২ জানুয়ারির। সেদিন উদ্বোধন হবে রাম মন্দিরের। তবে তার আগে পরিকল্পনা ছিল ১৭ জানুয়ারি রামলালার মূর্তি প্রদক্ষিণ করানো হবে অযোধ্যা জুড়ে। তিনটি মূর্তির মধ্যে থেকে ওই একটি মূর্তিকে পছহন্দ করা হয়েছে, ২২ জানুয়ারি ওই মূর্তি বসবে মন্দিরের গর্ভগৃহে। তবে শেষ মুহূর্তে জানা গিয়েছে বাতিল হয়েছে ওই শোভাযাত্রা কর্মসূচি। কিন্তু কেন? সূত্রের খবর, রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তার কথা। অর্থাৎ ১৭ জানুয়ারি অযোধ্যা জুড়ে রাম লালার মূর্তি প্রদক্ষিণ করানো হলে, তাতে মানুষের যে পরিমাণ ঢল নামবে, তা সামলাতে হিমশিম খেতে হবে সব পক্ষকে। ২২ জানুয়ারির আগে কোনও প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাইছে না তারা। পরিবর্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই একই দিনে রাম মন্দিরের প্রাঙ্গনে থাকবে রামলালার ওই মূর্তি। কাশীর আচার্য এবং সিনিয়র প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)