• বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূলের ছাত্রনেতা...
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের মুখপাত্র এবং দলের ছাত্রনেতা সুদীপ রাহা। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁর আর্জি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সংবিধানের ১২৪(৪) ধারা প্রয়োগ করা হোক। তিনি বিচারপতির আসনের মর্যাদা রাখতে পারেননি। এবিষয়ে সুদীপ জানিয়েছেন, তিনি বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রেখে এবং বিচারকদের পূর্ণ সম্মান জানিয়ে রাজনীতিবিহীন বিচার ব্যবস্থার দাবিতে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন। নিজের দাবির স্বপক্ষে সুদীপ তুলে ধরেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কবে এবং কোথায় তৃণমূলকে আক্রমণ করেছেন বা ইঙ্গিত করেছেন সেই বিষয়গুলি। সুদীপের অভিযোগ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিকল্পনা করেই তৃণমূলকে আক্রমণ করেছেন এবং অন্য রাজনৈতিক দলের হয়ে কথা বলছেন। যদিও শেষপর্যন্ত কী হয় তা জানতে তাকিয়ে থাকতে হবে সুপ্রিম কোর্টের দিকে।
  • Link to this news (আজকাল)