• ‌এবার ভূমিকম্প ইন্দোনেশিয়া, ফিলিপিন্সে
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কিছুদিন আগেই তীব্র কম্পন অনুভূত হয়েছিল জাপানে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। মৃতের সংখ্যা ১৬০ ছাড়িয়েছে। জারি রয়েছে উদ্ধারকাজ। এর মধ্যে এবার ইন্দোনেশিয়ার তালাউড় দ্বীপপুঞ্জে ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে, সোনবার রাতের এই কম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ৮০ কিলোমিটার গভীরে। অন্যদিকে দক্ষিণ ফিলিপিন্সের সারঙ্গানি প্রদেশে ভূমিকম্প অনুভূত হল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.‌৭। ভূপৃষ্ট থেকে এর গভীরতা ছিলে ৭০.৩ কিলোমিটার। মঙ্গলবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানে। তবে সুনামি সতর্কতা জারি হয়নি। ফিলিপিন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 
  • Link to this news (আজকাল)