• এবার কলকাতায় আসছেন ডি মারিয়া, যাবেন ঢাকাতেও
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ও ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনাল্দিনহোর পর এবার কলকাতায় আসছেন আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া। এই সফরে তিনি বাংলাদেশের রাজধানী ঢাকাতেও যাবেন। সোমবার এই খবর জানিয়েছেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। শতদ্রুই মার্তিনেজ ও রোনাল্দিনহোকে কলকাতায় নিয়ে আসার বন্দোবস্ত করেছিলেন। শতদ্রু জানিয়েছেন, গত বছরই কলকাতা ও ঢাকায় আসার কথা ছিল ডি মারিয়ার। কিন্তু তার ক্লাব থেকে তিনি ছুটি না পাওয়ায় আর আসতে পারেননি। চলতি বছরের মে মাসের শেষ দিকে অথবা জুনের শুরুর দিকে তিনি কলকাতা ও ঢাকা সফরে আসবেন। প্রসঙ্গত, ডি মারিয়ার গোলে ২০০৮ অলিম্পিকে সোনা জিতেছিল আর্জেন্টিনা। তাঁর গোলেই এক যুগের বেশি সময় পর কোপা আমেরিকার স্বাদ পায় আর্জেন্টিনা। ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসিমায়ও গোল করেছিলেন। আর সবশেষ কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করেছিলেন এই তারকা। ২০০৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় ডি মারিয়ার। আর্জেন্টিনার হয়ে ১৩৬ ম্যাচে তিনি করেছেন ২৯ গোল। 
  • Link to this news (আজকাল)