• এবার ইডির চার্জশিটে রাবড়ি দেবী এবং মিসা ভারতীর নাম
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জমির বিনিময়ে চাকরি মামলায় চার্জশিট দিল ইডি। চার্জশিটে নাম রয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাঁর মেয়ে মিসা ভারতীর। দিল্লি আদালতে মঙ্গলবার এই চার্জশিট জমা দেয় ইডি। এই মামলার পরবর্তী শুনানি ১৬ জানুয়ারি। লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন রেলে চাকরি নিয়ে দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। রেলের গ্রুপ ডি পদে প্রচুর মানুষকে চাকরি দেওয়া হয়েছে বলে দাবি জানিয়েছে ইডি। অভিযোগ, যারা চাকরি পেয়েছিলেন তাঁরা নিজেদের জমি লালুপ্রসাদ যাদবের কোম্পানি একে ইনফোসিসস্টেম প্রাইভেট লিমিটেডের নামে ট্রান্সফার করেছিলেন। এরপরই তদন্তে নেমে ইডি জানতে পারে এই ঘটনার সঙ্গে লালুপ্রসাদ যাদবের পরিবারের সম্পর্ক রয়েছে। প্রসঙ্গত, বিগত বছরের নভেম্বর মাসে লালুপ্রসাদ যাদব এবং তাঁর ছেলে তথা বিহারের ডেপুটি মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে সমন পাঠানো হয়। তবে রাবড়ি দেবী এবং মিসা ভারতীর নাম চার্জশিটে থাকায় অনেকটা চাপে পড়ে গেল যাদব পরিবার, এমনটাই মনে করছে রাজনৈতিকমহল। 
  • Link to this news (আজকাল)