• 'প্রধানমন্ত্রী সবকিছুকেই ব্যাক্তিগত ভাবে নেন', লাক্ষাদ্বীপ কাণ্ডে মুখ খুললেন খাড়গে...
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত-মালদ্বীপের দ্বন্দ্বের মধ্যেই এবার মুখ খুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাড়গে বলেন, "ক্ষমতায় আসার পর থেকে সবকিছুকেই ব্যাক্তিগত ভাবে নিচ্ছেন নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক স্তরে, প্রতিবেশীদের সঙ্গে আমাদের ভাল সম্পর্ক রাখা উচিত।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করা নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে মালদ্বীপের। সোমবার দিল্লিতে নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করে বিদেশমন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরের একদিন পরেই তা নিয়ে কটাক্ষ এবং আপত্তিজনক মন্তব্য করেছিলেন মালদ্বীপের এক মন্ত্রী। তারপর থেকেই সম্পর্কে তিক্ততা বেড়েছে দুই দেশের মধ্যে।
  • Link to this news (আজকাল)