• ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ রাহুলকে নতুন মোড়কে সামনে আনবে: বিজেপি...
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কটাক্ষ বিজেপির। ওয়েনাডের সাংসদকে ফের নতুন মোড়কে সকলের সামনে আনতেই এই যাত্রা করা হচ্ছে বলে জানাল বিজেপি। বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, যেভাবে কংগ্রেস তিন রাজ্যে ভোটে হেরেছে তাতে প্রবল চাপে রাহুল গান্ধী। মমতা ব্যানার্জি এবং অরবিন্দ কেজরিওয়ালও খাড়গের প্রতি বিশ্বাস দেখিয়েছেন। যদিও এই বিশ্বাস দেখানোর কথা ছিল রাহুল গান্ধীর ওপর। ইন্ডিয়া জোট থেকে ক্রমেই নিজের জায়গা হারিয়ে ফেলছে কংগ্রেস। তাই এই ধরণের একটি যাত্রা করে কংগ্রেস ফের একবার রাহুলকে নতুন করে সামনে আনতে চাইছে। ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে পুনাওয়ালা বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে এখনও নিজেদের মধ্যে আসন সমঝোতায় আসতে পারেনি ইন্ডিয়া জোট। তাহলে এতেই স্পষ্ট এই জোটের ওপর মানুষের কতটা আস্থা থাকবে ?  প্রসঙ্গত, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হবে ১৪ জানুয়ারি থেকে। ৬ হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করবে এই যাত্রা। ১১০ টি জেলায় হবে এবারের যাত্রা।   
  • Link to this news (আজকাল)