• ভোটের আগে রাম মন্দির গিমিক: মুখ্যমন্ত্রী
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জয়নগরের সভা থেকে বিজেপির রাম মন্দির উদ্বোধনকে ভোটের আগে গিমিকের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ভোটের আগে রাম মন্দির নিয়ে গিমিক করা হচ্ছে। বাংলা শান্তির জায়গা। এখানে ভাগাভাগির রাজনীতি করা হবে না।এদিন কেন্দ্রীয় এজেন্সি নিয়েও সরব ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভারত সরকার এজেন্সির সরকার। অনেকের ওপর অত্যাচার চলছে। ঘরে সোনা রাখা যাবে না। ইঁদুর, চামচিকেরা নিয়ে যাবে। সিজার লিস্টে উল্লেখ থাকবে না।কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও এদিন সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভোটের আগে ধর্ম ধর্ম করে, তারপর কেটে পড়ে। রাজ্য থেকে টাকা তুলে নিয়ে গেলেও রাজ্যকে বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। ৭৬ টি টিম এসে দেখে গিয়েছে। তবে এরপরও বাংলা নিজের প্রাপ্য টাকা পায়নি। ১০০ দিনের টাকা বাকি রয়েছে। দিল্লিতে দরবার করেও সেই টাকা মিলছে না। কেন্দ্র বার্ধক্যভাতার টাকা বন্ধ করে দিয়েছে। ঘর তৈরির টাকাও দিচ্ছে না। এদিন সভামঞ্চ থেকে সকলকে ভোটার লিস্টে নাম তোলার ডাক দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সকলেই ভোটার লিস্টে নাম তুলে নিন। নাহলে সিএএ, এনআরসি নিয়ে ভয় দেখাবে। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সিপিএমকেও কটাক্ষ করেন। তিনি বলেন, ৩৪ বছর ধরে বাংলায় সিপিএম বহু সন্ত্রাস করেছে। সন্ত্রাসবাদী সিপিএমের সঙ্গে কোনও আপোষ করবেন না। জয়নগরের প্রশাসনিক সভা থেকে এদিন একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমমন্ত্রী। তিনি বলেন, সুন্দরবনের মধু এবং জয়নগরের মোয়া জিআই তকমা পেয়েছে। তাই জয়নগরে আড়াই কোটি খরচ করে মোয়া হাব তৈরি করা হবে। পাশাপাশি ২০২৪-র ডিসেম্বরের মধ্যে সব ঘরে পানীয় জল দেওয়া হবে। গ্রামীণ রাস্তার জন্য চার হাজার কোটি টাকার প্রকল্প এদিন তিনি ঘোষণা করেন। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদের জন্য মেটিয়াবুরুজে টেক্সটাইল হাব তৈরি করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। 
  • Link to this news (আজকাল)