• বেআইনিভাবে আধার কার্ড তৈরির অভিযোগ, গ্রেপ্তার এক
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌‌ কম্পিউটার দোকানের আড়ালে চলছিল বেআইনিভাবে আধার কার্ড তৈরির কাজ। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ গিরিয়া হাইস্কুল এলাকায় হানা দিয়ে বেআইনিভাবে আধার কার্ড তৈরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার দোকান থেকে উদ্ধার হয়েছে একাধিক আধার কার্ড, বিভিন্ন নথি, ল্যাপটপ, প্রিন্টার, বায়োমেট্রিক মেশিন সহ বেশ কিছু ইলেকট্রনিক্স দ্রব্য। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম আব্দুর রহমান (৪৬)। বাড়ি মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের পানানগর গ্রামে। ধৃত ব্যক্তির সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে মঙ্গলবার তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুর রহমান নামে ওই ব্যক্তি বিভিন্ন রাজ্যের বেশ কিছু ব্যাঙ্ক, পোস্ট অফিস এবং আধার তৈরির জন্য সরকারি অনুমোদনপ্রাপ্ত বিভিন্ন এজেন্টের আইডি এবং পাসওয়ার্ড ‘‌ক্লোন’‌ করে নিজের কম্পিউটারের দোকানে বেআইনিভাবে আধার তৈরির চক্র চালাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, আধার তৈরির জন্য যে নথিগুলো দরকার হয় প্রয়োজন হলে সেগুলো আব্দুল এবং তার সহযোগীরা জালিয়াতি করে তৈরি করে দিত। পুলিশের কাছে এই চক্রের খবর পৌঁছতেই সোমবার রাতে সেখানে হানা দেয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় আব্দুরকে। পুলিশের সন্দেহ বিভিন্ন পঞ্চায়েত প্রধানের লেটারহেড এবং স্ট্যাম্প জাল করে বহু বাংলাদেশি নাগরিককে আধার কার্ড তৈরি করে দিয়েছে আব্দুর। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এই চক্রের সঙ্গে বীরভূমের এক ব্যক্তি জড়িত। তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)