• চলন্ত জেনারেটরের বেল্টে আটকায় চুল! পিকনিকে মর্মান্তিক পরিণতি কিশোরীর...
    ২৪ ঘন্টা | ০৯ জানুয়ারি ২০২৪
  • সন্দীপ ঘোষ চৌধুরী: পিকনিকে গিয়ে মর্মান্তিক পরিণতি! জেনারেটরের বেল্টে মাথার চুল আটকে মৃত্যু হল এক দশম শ্রেণির ছাত্রীর। অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের কেতুগ্রাম থানার গোমাই গ্রামে। মৃতার নাম ঝুমা দাস। বয়স ১৫ বছর। গোমাইয়ের বাসিন্দা বছর পনেরোর ঝুমা দাস স্থানীয় কেতুগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। সোমবার প্রতিবেশী সহ বন্ধুদের সঙ্গে পাশের অম্বলগ্রামের রেলসেতুর নীচে পিকিনিক করতে গিয়েছিল ঝুমা দাস। পিকনিক শেষে সন্ধের সময় বাড়ি ফেরার পথে ভ্যানে থাকা চলন্ত জেনারেটরের পাশে বসতে যায় ঝুমা। তখনই ঘটে যায় বিপত্তি। ফ্যানের বেল্টে ঝুমার মাথার চুল জড়িয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই ঝুমা ছিটকে পড়ে ভ্যান থেকে। সঙ্গে সঙ্গেই জেনারেটর বন্ধ হয়ে যায়। এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঝুমার আত্মীয় লক্ষণ দাস জানিয়েছেন, সঙ্গে সঙ্গেই ঝুমার সঙ্গী সহ আত্মীয়রা গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে। ঝুমাকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

    প্রসঙ্গত, এর আগে ঘূর্ণায়মান নাগরদোলায় সেলফি তোলার সময়, নাগরদোলায় জড়িয়ে খুলি থেকে চামড়া শুদ্ধু চুলের গোছা ছিঁড়ে সোজা মাটিতে পড়ে যান যুবতী। সেই ভয়াবহ ঘটনাতেও প্রাণ হারায় ওই যুবতী। ঘটনাটি ঘটেছিল বাঁকুড়ার সদর থানার এক্তেশ্বরের শিবের গাজনের মেলায়। ২০ বছর বয়সী সেই তরুণীর মাথার চুলের গোছ আটকে যায় নাগরদোলার ঘূর্ণায়মান বিয়ারিংয়ে। এরপরই উপর দিকে ওঠার সময় চুলের গোছাতে টান পড়ে চুলের গোছা মাথার খুলি থেকে চামড়া সহ ছিঁড়ে যায়। 
  • Link to this news (২৪ ঘন্টা)