তুষারপাতের অপেক্ষায় দার্জিলিং, শীতকুয়াশায় মোড়া সারা বাংলা...
২৪ ঘন্টা | ০৯ জানুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইতিমধ্যেই পূর্বাভাস মিলেছে, আবহাওয়া কয়কেদিনের মধ্যেই ঠান্ডা হতে চলেছে। শুক্রবারের পর থেকেই বদলে যাচ্ছে আবহাওয়া। সারা বাংলাতেই ঠান্ডার আবহ, শীতের আমেজ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কুয়াশায় ঢাকা সারা রাজ্য। আর এদিকে, দার্জিলিংয়ে শীতযাপনের জন্য পৌঁছে গিয়েছেন বহু মানুষ।
এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্য এবং আবহাওয়ার কারণে মানুষ সারা বছরই দার্জিলিংয়ে ভিড় করেন। এই সময়েও পর্যটকেরা শীতের আমেজ উপভোগ করতে পৌঁছে গিয়েছে 'কুইন অফ দ্য হিলসে'। সেখানে গরম চা বা কফি আর সঙ্গতে মোমো-- দারুণ উপভোগ করছেন পর্যটকেরা। দার্জিলিংয়ের মল রোড রঙে রঙিন, ভিড়ে উষ্ণ, আমেজে মদির। উত্তরবঙ্গের শীত-রঙে রাঙানো পাহাড়ের আমেজ সমতলে না মিললেও দক্ষিণবঙ্গেও কিন্তু ঠান্ডার আমেজ পূর্ণমাত্রায় হাজির। যেমন আজ সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছে বসিরহাট। ভোর ছটায় সূর্যোদয় হলেও কুয়াশার চাদর ভেদ করতে পারেনি প্রথম সূর্যালোক। সকাল থেকেই ব্যাহত হচ্ছে যানচলাচল। যান চলাচল করছে খুব সাবধানে আলো জ্বালিয়ে। এদিন অন্যান্য দিনের থেকে পার্কগুলিতেও প্রাতঃভ্রমণকারীর সংখ্যা খুবই কম।একই ছবি ডায়মন্ড হারবারেও। সেখানে ঘন কুয়াশার চাদরে ঢাকল এলাকা। কুয়াশার গাঢ়ত্ব এতই বেশি যে, সকাল সাতটাতেও আলো জ্বেলে যাতায়াত করতে হচ্ছে গাড়িগুলিকে। ঘন কুয়াশার কারণে ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে নিত্যযাত্রীরা।আজ মঙ্গলবার ভোর থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে গোটা জলপাইগুড়ি জেলা। সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডাও। সোমবার রাত থেকেই কুয়াশার দাপট বৃদ্ধি পেয়েছিল। আর মঙ্গলবার ভোর থেকেই কুয়াশার রহস্যে মুড়ে গিয়েছে যেন গোটা জলপাইগুড়ি। অস্বস্তিতে পড়েছেন গাড়িচালক থেকে শুরু করে পথচলতি সাধাকণ মানুষ।
বেলা বাড়লেও কুয়াশার দাপট বেড়েছে। এই ঠান্ডায় আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেল অনেককেই। এদিন সকাল থেকেই চায়ের দোকানগুলিতেও মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। এবিষয়ে ফারাক নেই দার্জিলিংয়ের মল থেকে বসিরহাটের রাস্তার মোড়ের।