• জয়নগরে জনসংযোগে মমতা, মোয়ার হাব তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর
    ২৪ ঘন্টা | ০৯ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জয়নগরে মুখ্যমন্ত্রী। হেলিপ্যাড থেকে হেঁটেই সভাস্থলে মুখ্যমন্ত্রী। দেড় কিলোমিটার রাস্তা জুড়ে জনসংযোগে জোর। সভায় কিছু প্রকল্পের উদ্বোধন করা হবে, দেওয়া হবে সরকারি সহায়তাও। সভা থেকে ফিরে বিকেলে মুখ্যমন্ত্রী যাবেন আউট্রাম ঘাটে। গঙ্গাসাগরের ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।চোখ চব্বিশে। জয়নগরে বঞ্চনা ইস্যুতে অলআউট  মমতা।

    জয়নগরে ফের বরাদ্দ বঞ্চনায় সরব মমতা। বার্ধক্যভাতা আটকে রেখেছে কেন্দ্র। নিজেদের তহবিল থেকেই বয়স্কদের টাকা দিচ্ছে তৃণমূল। দফায় দফায় বিধবাভাতাও চালু। জবরদস্তি গেরুয়াকরণের চেষ্টা। সব প্রকল্পে বিজেপির লোগো লাগাতে চাপসৃষ্টি। আমরা বাধ্য নই। তাই আবাস একশো দিনে টাকা বন্ধ। তবুও থামবে না বাংলার উন্নয়ন।  চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর।  
  • Link to this news (২৪ ঘন্টা)