• '...খেলে তো মোটা হয়ে যাব!' কখন কী খান মমতা? জানালেন নিজেই
    এই সময় | ০৯ জানুয়ারি ২০২৪
  • দীর্ঘদিন বাদে ফের নিজের ‘ডায়েট প্ল্যান’ শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হালকা খাবারেই বরাবর অভ্যস্ত তিনি। ভাত-রুটির থেকে মুড়িতে বেশি স্বচ্ছন্দ 'স্বল্পাহারি' মুখ্যমন্ত্রী। একথা একাধিকবার নিজেই জানিয়েছেন। মঙ্গলবার জয়নগরের সভার শুরুতেই এল মোয়া প্রসঙ্গ এবং সেখান থেকে তিনি ফাঁস করলেন নিজের কথা।তিনি বলেন, ‘জয়নগরের বিধায়ক আমাকে মোয়া দেয়। খেলে তো মোটা হয়ে যাব, তাই সেগুলি আমি সবাইকে দিয়ে দিই। বারুইপুরের বিধায়ক আমাকে ফল দেয়, ওঁর একটা ফলের বাগান আছে। সেগুলিও আমি লোককে দিয়ে। সবাই ভাবে আমি সব খেয়ে নিই। ওর জানে না, দিদি সকালে একবার খায় চা সঙ্গে সামান্য কিছু খায়। আরেকবার রাতে খায়। তা ছাড়া আর কিছু খাই না।’প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের প্রচারে উত্তর ২৪ পরগণার টাকিতে গ্রামের এক মহিলার বাড়ি ঢুকে দুপুরের খাবার খেতে দেখা যায় তাঁকে। স্থানীয় এক বাসিন্দা নমিতা মণ্ডলের বাড়িতে ঢুকে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। 'দিদি'-কে ভাত খেয়ে যাওয়ার অনুরোধ করেন নমিতা। সম্মতি প্রকাশ করেন তিনি। স্টিলের থালায় ছিল ভাত, তরকারি এবং ট্যাংরা মাছের ঝোল। আবার ভাত খাওয়ার জন্য নমিতা চামচ এগিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর দিকে, কিন্তু তা নিতে অস্বীকার করে হাত দিয়ে ভাত মেখে খেতে শুরু করেন মমতা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ট্যাংরা মাছের ঝোল দিয়ে দু'গাল ভাত খেলেও আলুর তরকারি মুখে তোলেননি মুখ্যমন্ত্রী।View this post on InstagramA post shared by Mamata Banerjee (@mamataofficial)মমতা ঘনিষ্ঠ সকলেরই জানা, তাঁর ব্যাগে মুড়ি, লজেন্স সব সময়ই থাকে। জেলা সফরেও হালকা খাবারই পছন্দ মুখ্যমন্ত্রীর। সার্কিট হাউজে তিনি যখন থাকেন তখন তাঁর জন্য হালকা রান্নাই হয়ে থাকে। তৃণমূলের সম্মেলনগুলির ক্ষেত্রেও সাদামাটা খাবার করার নির্দেশই তিনি দিয়েছেন বরাবর। বেশি আড়ম্বর তাঁর কোনও সময়েই পছন্দ নয়। পাশাপাশি বরাবর হাঁটতে ভালোবাসেন তিনি। নিজেই জানিয়েছেন, ফিট থাকার জন্যই হাঁটার অভ্যাস তাঁর।এহেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মিষ্টি খাওয়ার ক্ষেত্রেও নিজেকে সামলাবেন তা খুবই স্বাভাবিক। উচ্চমানের ধানের সুগন্ধি খই, নলেনগুড়, কাজু, কিসমিস, খোয়া ক্ষীর, ঘি থাকে মোয়ার উপকরণে। পুষ্টিবিদদের মতে, মোয়ায় অনেকটাই ক্যালোরি থাকে। ফলে বেশি মোয়া না খাওয়াই ভালো। তা ওজন বাড়াবেই। মুখ্যমন্ত্রীর বয়সে তো নয়ই। তিনি সে সম্পর্কে অবগত। সে কারণেই তিনি সতর্কভাবেই এ কথা বলেছেন। এর আগে পুরুলিয়ায় গিয়েই দলের এক নেতাকে বেশি ভাজাভুজি না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)