• প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেল ফ্রান্স, গ্যাব্রিয়েল অতাল হলেন পদত্যাগী এলিজাবেথের উত্তরসূরি
    আনন্দবাজার | ০৯ জানুয়ারি ২০২৪
  • পদত্যাগী এলিজাবেথ বর্নের স্থানে ফ্রান্সের প্রধানমন্ত্রী হলেন গ্যাব্রিয়েল অতাল। সে দেশের প্রেসিডেন্ট এমানুয়েল মাকরঁ সোমবার গ্যাব্রিয়েলকে নতুন প্রধানমন্ত্রী মনোনীত করেছেন। গ্যাব্রিয়েল সে দেশের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়লেন। শুধু তাই নয়, ৩৪ বছরের গ্যাব্রিয়েলই হলেন ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।

    সোমবারই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন এলিজাবেথ। প্রেসিডেন্ট মাকরেঁর নির্দেশে তিনি পদত্যাগ করেন বলে ফ্রান্সের সংবাদমাধ্যম জানিয়েছে। চলতি বছরের মাঝামাঝি ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন মাকরঁ। সেই কারণেই ৬২ বছরের এলিজাবেথের স্থানে নবীন প্রজন্মের নেতা গ্যাব্রিয়েলের ‘অভিষেক’ বলে মনে করা হচ্ছে।

    মাকরঁর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত গ্যাব্রিয়েল অতিমারি পর্বের মোকাবিলার মূল দায়িত্বে ছিলেন। প্রেসিডেন্ট মাকরঁর দল রেনেসাঁ পার্টির নেতা সিলভারলাইন মিলার্ড সোমবার গ্যাব্রিয়েলকে শুভেচ্ছা জানিয়ে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছেন, ‘‘আমরা নিশ্চিত, আপনি দেশ পরিচালনায় সক্ষম।’’ দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ২০২২ সালের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে এলিজাবেথকে নিযুক্ত করেন মাকরঁ। গ্যাব্রিয়েল পেয়েছিলেন শিক্ষামন্ত্রীর দায়িত্ব।

  • Link to this news (আনন্দবাজার)