• কুকুরের মাংস বিক্রি বন্ধে আইন পাস দক্ষিণ কোরিয়ায়
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কুকুরের মাংস বিক্রি বন্ধ করা নিয়ে নয়া আইন পাস করল দক্ষিণ কোরিয়া। লক্ষ্য ২০২৭ সালের মধ্যে কুকুরের মাংস খাওয়ার প্রাচীন প্রথার অবসান ঘটানো। আইনে বলা হয়েছে, খাওয়ার জন্য কুকুর পালন করা যাবে না। দোকানেও বিক্রি করা যাবে না কুকুরের মাংস। এই আইনের আওতায় কেউ দোষী সাব্যস্ত হলে কারাদণ্ডের মত কঠোর সাজার নির্দেশ দেওয়া হয়েছে। আইন লঙ্ঘনকারীদের সর্বোচ্চ দু’ বছরের কারাদণ্ড, ৩০ মিলিয়ন ওয়ান বা দুই মিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ কোরিয়াতে প্রায় ১১৫০টি কুকুরের খামার, ৩৪টি কসাইখানা, ২১৯টি পরিবেশক এবং প্রায় ১৬০০টি রেস্তোরাঁ রয়েছে যারা কুকুরের মাংস দিয়ে তৈরি খাবার বিক্রি করে। উল্লেখ্য, প্রাচীন কোরিয়ায় কুকুরের মাংস খাওয়াকে শরীরে শক্তি বৃদ্ধির একটি উপায় হিসেবে বিবেচনা করা হত। তবে বর্তমান সময়ে প্রাণী অধিকার নিয়ে চর্চা বৃদ্ধি এবং কোরিয়ানরাও কুকুরকে পোষা প্রাণী হিসেবে পালতে শুরু করায় কুকুরের মাংস খাওয়া অনেকটাই কমে এসেছে দেশটিতে। ফলে, এই আইন পাস করে কুকুরের মাংস খাওয়া নিয়ে কঠোর হতে চাইছে কোরিয়ান সরকার।
  • Link to this news (আজকাল)