• ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফের ভূমিকম্প জাপানে। গত সপ্তাহে সোমবারের পর, মঙ্গলবার আবারও শক্তিশালী কম্পন অনুভূত হল জাপানের বিস্তীর্ণ এলাকায়। যদিও এখনও পর্যন্ত সুনামি সতর্কতা জারি হয়নি। জাপানের ভূমিকম্প সংক্রান্ত সংস্থা জানিয়েছে, মঙ্গলবার মধ্য জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬। এখনও হতাহতের খবর নেই। বছরের প্রথমদিন জাপানের পশ্চিম উপকূলে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.৬। এর ২৪ ঘণ্টার মধ্যে ১৫৫ বার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। রিখটার স্কেলে প্রতিটা কম্পনের মাত্রা ছিল ৪-এর উপরে। এই ভূমিকম্পের পরেই সুনামি আছড়ে পড়ে জাপানে। পয়লা জানুয়ারিতে ভূমিকম্পের পর জাপানে প্রাণ হারান ২০২ জন। আহত হন ৫৬৫ জন। তাছাড়াও বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। এর রেশ কাটতে না কাটতেই আবারও কেঁপে উঠল জাপান।
  • Link to this news (আজকাল)