• কেপটাউন টেস্টের পিচ নিয়ে কী রিপোর্ট পেশ করল আইসিসি'
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মাত্র দেড় দিনেই শেষ হয়ে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। মাত্র ১০৭ ওভার খেলা হয়েছে। এবার কেপটাউন টেস্টের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করল আইসিসি। ক্রিকেটের সর্বাধিক নিয়ামক সংস্থার একটি বিবৃতিতে, কেপটাউন পিচ নিয়ে রিপোর্ট পেশ করা হয়েছে। পিচকে "অসন্তোষজনক" অ্যাখ্যা দেওয়া হয়েছে। একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।আইসিসির পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে রিপোর্ট পাঠানো হয়েছে। তাঁরা চাইলে ১৪ দিনের মধ্যে সেই রিপোর্টের বিরোধিতা করে আবেদন করতে পারবে। ম্যাচ রেফারি ক্রিস ব্রড রিপোর্টে বলেন, "নিউল্যান্ডসের পিচে ব্যাট করা কঠিন ছিল। অতিরিক্ত বাউন্স ছিল। সঙ্গে গতিও। সেটা সামলানো যাচ্ছিল না। শট খেলা সম্ভব হচ্ছিল না। অসমান বাউন্সের জন্য কিছু উইকেট পড়েছে।" কেপটাউন টেস্টের প্রথম দিনই ২৩ উইকেট পড়ে। প্রথমে ব্যাট করে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন চায়ের বিরতির আগেই খেলা শেষ হয়ে যায়। অর্থাৎ সর্বসাকুল্যে সাড়ে চার সেশন খেলা হয়েছে। টেস্ট শেষে দুই অধিনায়কই পিচ নিয়ে ক্ষোভ উগরে দেন। ম্যাচ রেফারি ক্রিস ব্রডের সঙ্গে রোহিত শর্মা এবং ডিন এলগার কথা বলেন। পরে সাংবাদিক সম্মেলনে বেশ কড়া বার্তা দেন ভারতের নেতা। আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি, ম্যাচ রেফারিদের চোখ কান খোলা রাখার পরামর্শ দেন। 
  • Link to this news (আজকাল)