• নির্বিষ ম্যাচ, ইউথ ডার্বি গোলশূন্য ড্র
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • মোহনবাগান - ০ইস্টবেঙ্গল - ০আজকাল ওয়েবডেস্ক: ভুবনেশ্বরে কলিঙ্গ সুপার কাপে জয় দিয়ে শুরু করল ইস্টবেঙ্গল। কিন্তু কলকাতায় ইউথ ডার্বিতে আটকে গেল লাল হলুদের জুনিয়ররা। মঙ্গলবার ইস্টবেঙ্গল মাঠে গোলশূন্য ড্রয়ে শেষ হল অনূর্ধ্ব-১৭ এলিট ইউথ লিগের ডার্বি। কলিঙ্গ স্টেডিয়ামে দাদাদের খেলা শুরু হয় দুপুর দুটোয়। তার ঠিক আধ ঘণ্টা আগে মোহনবাগানের মুখোমুখি হয় ভাইরা। জুনিয়রদের ডার্বিকে কেন্দ্র করেও পারদ চড়েছিল। দু"দলের সমর্থকরা মাঠ ভরিয়েছিল। বড় ম্যাচের উত্তেজনার কিছুটা আঁচ পাওয়ায় যায়। কিন্তু হাজার চেষ্টা সত্ত্বেও গোল করতে ব্যর্থ দুই প্রধানই। ইউথ লিগের প্রথম লেগে মোহনবাগান মাঠে চার গোলে ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে লাল হলুদের বিরুদ্ধে বয়স ভাড়িয়ে খেলার অভিযোগ আনে বাগান। এই নিয়ে ফেডারেশনেরও দ্বারস্থ হয় তাঁরা। এদিন অবশ্য কোনও বিতর্ক নেই। নির্বিষ ম্যাচ। গ্যালারিতে দুই দলের সমর্থকরা স্লোগান লড়াইয়ে নামলেও, মাঠে সেইভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি দুই প্রধানই। আক্রমণে ধার ছিল না ইস্ট-মোহনের। শেষপর্যন্ত গোলশূন্য শেষ হয়। মোহনবাগান কোচ বাস্তব রায় বলেন, "আমরা গোল মিস করেছি। গোল হলে রেজাল্ট অন্যরকম হতে পারত। ছেলেদের আমি বেশি চাপ দিইনি। ওদের খেলায় আমি খুশি। আরও উন্নতি করতে হবে। তবে শেষ ডার্বিতে চার গোল খাওয়ার পর যেভাবে কামব্যাক করেছে, তাতে আমি খুশি।" ইস্টবেঙ্গল কোচ বরুণ সেনগুপ্ত বলেন, "ঘনঘন ম্যাচ খেলতে হচ্ছে। চোট এবং কার্ড সমস্যা রয়েছে । আগের ম্যাচে দু"গোলে পিছিয়ে থেকেও শেষ সাত মিনিটে আমরা তিন গোল দিয়েছি। একটা কঠিন ম্যাচের পরই আজ খেলতে হল।" এদিন মূলত কাউন্টার অ্যাটাক ভিত্তিক ফুটবল খেলে ইস্টবেঙ্গল। অন্যদিকে সাতটার মধ্যে ছটা ম্যাচে ক্লিনশিট রেখেছে মোহনবাগান।
  • Link to this news (আজকাল)