• রাষ্ট্রপতির হাত থেকে 'অর্জুন' পুরস্কার নিলেন সামি
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইসিসির বর্ষসেরা ক্রিকেটারদের তালিকায় আছেন তিনি। তাঁর মাথায় মুকুট উঠবে কিনা এখনও জানা নেই। কিন্তু মঙ্গলবার রাষ্ট্রপতির হাত থেকে "অর্জুন" পুরস্কার নিলেন মহম্মদ সামি।‌ ভারতীয় পেসারের অর্জুন পাওয়ার কথা আগেই জানা ছিল। এদিন রাষ্ট্রপতি ভবনে হাজির ছিলেন তিনি। কাঁধের চোটের জন্য বিশ্বকাপের পর আর মাঠে নামতে পারেননি। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন। তারই মাঝে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান নিলেন সামি। টুইটারে সামি লেখেন, "রাষ্ট্রপতির হাত থেকে অর্জুন পুরস্কার নিতে পেরে আমি গর্বিত। আমার ভাল এবং খারাপ সময় যারা আমার পাশে ছিল, তাঁদের ধন্যবাদ জানাতে চাই। আমার কোচ, বিসিসিআই, সতীর্থ, পরিবার, সাপোর্ট স্টাফ এবং ফ্যানদের ধন্যবাদ। আমার কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি নিজের সেরাটা দিয়ে দেশকে আরও গর্বিত করতে চাই।" সাধারণত জাতীয় ক্রীড়া সম্মান ২৯ আগস্ট দেওয়া হয়। কিন্তু এবার এশিয়ান জেমসের জন্য এই সম্মান পিছিয়ে দেওয়া হয়েছে। এদিনের সেরা মুহূর্ত ছিল সামির পুরস্কার গ্রহণ। ১৫ লক্ষ টাকাও পান ভারতীয় পেসার। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান ভারতীয় শাটলার চিরাগ শেট্টি এবং সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি। আর্থিক পুরস্কার হিসেবে তাঁরা পান ২৫ লক্ষ টাকা। সামি ছাড়াও অর্জুন পুরস্কার পান বাংলার টেবিল টেনিস তারকা ঐহিকা মুখোপাধ্যায়। তৃতীয় ভারতীয় দাবাড়ু হিসেবে গ্র্যান্ডমাস্টার হয়েছেন বৈশালী। তাঁকেও বিশেষ সম্মান জানানো হয়। সব মিলিয়ে ২৬ জন ক্রীড়াবিদ এবং কোচকে সম্মানিত করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)