• বিলকিস রায়ে উচ্ছ্বসিত রাজনৈতিক মহল
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য: বিলকিস বানো মামলার ক্ষেত্রে অপরাধীদের ফের জেলে পাঠানোয় সুপ্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দেশের রাজনৈতিক মহল। বিরোধী দলগুলির বক্তব্য, মোদি সরকার ভোট প্রচারের জন্য নারী শক্তির বন্দনা করে যাচ্ছে এবং উল্টোদিকে বিলকিস বানো ধর্ষণকারীদের অবাধে ঘুরে বেড়ানোর ব্যবস্থা করছে। কেন্দ্রীয় সরকারের নারী শক্তি বন্দন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল, বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মতো মহিলা কেন্দ্রিক প্রকল্পগুলি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি।সুপ্রিম রায় প্রসঙ্গে কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডঃ শামা মহম্মদ বলেছেন, "এবার বিলকিস বানো মামলায় অপরাধীদের এবার জেলে পাঠানো হবে। কিছু ভাল পদক্ষেপ করা হয়েছে। যখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, ধর্ষণের অপরাধীদের দ্রুত সাজা নিষ্পত্তি করতে নির্ভয়া আইন আনা হয়েছিল। অন্যদিকে, বিজেপি সরকার চেষ্টা করেছে যাতে অপরাধীরা অনায়সে রাস্তায় ঘুরে বেড়াতে পারে।" তৃণমূলের জাতীয় মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের বক্তব্য, "একজন মন্ত্রী বা বিজেপি নেতা বিলকিস বানো নিয়ে সুপ্রিম রায়কে স্বাগত জানাননি বা এই নিয়ে মন্তব্য করেননি। ধর্ষণের ১১ জন অপরাধীকে ফের জেলে পাঠানোয় বিজেপি যে দুঃখিত, তা প্রমাণ করার জন্য আমাদের আর কোনও প্রমাণ দরকার নেই। গুজরাট সরকার তাদের মুক্ত করে দেওয়ার পক্ষে ছিল। ফলে মোদি সরকারের নারী শক্তি শুধুই নির্বাচনী প্রচার, এছাড়া আর কিছুই নয়।"এদিকে, বিলকিস বানো নিজে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে বলেছেন, বুক থেকে ভারী পাথরের বোঝা নেমে গেল। দু সপ্তাহের মধ্যে বিলকিস বানো গণধর্ষণের ঘটনায় অপরাধীদের জেলে পাঠানোর রায় দিয়েছে শীর্ষ আদালত। এমনকী, সুপ্রিম কোর্ট সোমবারের রায়ে জানিয়েছে, অপরাধীরা অবাধে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবে না। সেই রায়ের পরই তিনি ভালভাবে শ্বাস নিতে পারছেন বলে জানিয়েছেন বিলকিস বানো। এটাই প্রকৃত ন্যায় বিচার বলে মন্তব্য করেন তিনি। আইনজীবী মারফৎ জারি করা একটি বিবৃতিতে বিলকিস বানো জানিয়েছেন, "আজকের দিনটা আমার কাছে প্রকৃতপক্ষে নতুন বছর। আমি আনন্দে আর স্বস্তিতে কেঁদে ফেলেছি। এই প্রথমবার আমি হাসলাম। আমি আমার বাচ্চাদের জড়িয়ে ধরেছি। এরপর আমার মনে হচ্ছে, পাহাড়ের আকারের একটি বড় এবং ভারী পাথর আমার বুক থেকে নেমে গেল এবং আমি পুনরায় আমি শ্বাস নিচ্ছি। এটাই প্রকৃত ন্যয় বিচার। আমি সুপ্রিম কোর্টকে আমার সন্তান এবং সব মহিলাদের ন্যায় বিচার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।"
  • Link to this news (আজকাল)