• লোকসভা নির্বাচনে ওড়িশা থেকে লড়তে পারেন বিজেপির দুই মন্ত্রী...
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। বিজেপি এখন থেকে খানিকটা হলেও সতর্ক। দলের কোন প্রার্থীরা কোথা থেকে নির্বাচনে লড়াই করবে তা নিয়ে চলছে বিস্তর জল্পনা। সূত্রের খবর, দুই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং ধর্মেন্দ্র প্রধান দুজনেই লড়তে পারেন ওড়িশা থেকে। বিজেপির শীর্ষনেতৃত্ব মনে করছে এই দুজন নেতা যথেষ্ট প্রভাবশালী। ওড়িশা থেকে এই দুজনকে জিততে বেশি বেগ পেতে হবে না। এবিষয়ে দুই নেতাকে প্রশ্ন করা হলে বৈষ্ণব বলেন, দলের নির্ভরযোগ্য সৈনিক হিসাবে কাজ করতেই তিনি চান। যেখান থেকে দল তাঁকে ভোটে দাঁড়াতে বলবে তিনি লড়বেন। ওড়িশায় অশ্বিনী যথেষ্ট জনপ্রিয়। তাই তাঁকে এখান থেকে জেতা প্রায় নিশ্চিত বলেই মনে করছে বিজেপির শীর্ষনেতৃত্ব। অন্যদিকে এবারের লোকসভা ভোটে ধর্মেন্দ্র প্রধান অন্যতম মুখ হতে পারে বিজেপির। দিল্লিতে ধর্মেন্দ্র প্রধান যেভাবে নিজের জায়গা করে নিয়েছে তাতে বিজেপি মনে করছে ওড়িশা থেকে ভোটে লড়লে অবশ্যই জিতবে ধর্মেন্দ্র প্রধান। ওড়িশার সম্বলপুর থেকে নির্বাচনে লড়বেন প্রধান। এই জায়গাটিকে তিনি আগে থেকেই ফোকাস করছেন। অন্যদিকে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র পুরী থেকে ভোটে লড়বেন। 
  • Link to this news (আজকাল)