• ভরসা নেই পুলিশে, এলাকায় রাতে পাহারা দিতে এগিয়ে এলেন এলাকাবাসীরাই...
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পুলিশের ওপর আর ভরসা নয়। এলাকায় একের পর এক চুরি ডাকাতির ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা এবার পাহারার দায়িত্ব নিজেরাই নিলেন। ঠিক হয়েছে পালা করে রাতপাহারা দেবেন তাঁরা। পূর্ব বর্ধমানের আউশগ্রামে ছোড়া কলোনিতে তৈরি হল গ্রাম রক্ষীবাহিনী। পুলিশের উপস্থিতিতেই গঠন করা হয় একটি কমিটি।এই এলাকার একের পর এক চুরি ডাকাতির ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। গত শনিবার রাতে ছোরা কলোনির কারগিল পাড়ায় সুশান্ত বিশ্বাস নামে এক পুলিশকর্মীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতদল বাড়িতে হানা দিয়ে সুশান্তকে বেঁধে বাড়ির অন্য সদস্যদের অস্ত্র দেখিয়ে লুটপাট চালায়। এলাকার এক যুবককে ভোজালি দিয়ে কুপিয়ে চম্পট দেয় তারা। এরপরেই বাসিন্দারা পুলিশকে জানান, তাঁরা নিজেরাই রাত পাহারা দিতে চান। পূর্ব বর্ধমান জেলার ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) বীরেন্দ্রকুমার পাঠক জানান, গ্রামবাসীরা কমিটি করে রাত পাহারা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। একটি কমিটিও গঠন করা হয়েছে। এই ধরনের কমিটি আগেও গ্রামীণ এলাকায় ছিল।
  • Link to this news (আজকাল)