• রশিদ আমাকে মা বলে ডাকত: মুখ্যমন্ত্রী
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শেষ হল সঙ্গীতজগতের আরও এক অধ্যায়। ৫৫ বছর বয়সেই থেমে গেল কন্ঠ। সুরের পাখি যাত্রা করল সুরলোকের উদ্দেশে। মঙ্গলবার দুপুর ৩.৪৫ নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ আলি খান। সঙ্গীতশিল্পীর অবস্থা আশঙ্কাজনক শুনেই গঙ্গাসাগর থেকে সোজা হাসপাতালে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রশিদ খানের মৃত্যুর কথা বলতে গিয়ে এদিন গলা ভারী হয়ে মুখ্যমন্ত্রীর। শিল্পীর পরিবারের সদস্যদের পাশে নিয়ে তিনি বশিল্পী চলে গিয়েছেন, এখনও বিশ্বাস হচ্ছে না, গায়ে কাঁটা দিচ্ছে। রশিদ আমাকে মা বলে ডাকতেন। আমার একজন আপনজন চলে গেলেন। সকলকেই তো একদিন না একদিন চলে যেতে হয়। কিন্তু এক কম বয়সে চলে যাওয়াটা দুঃখজনক। ওঁর পরিবারের আপনজন হয়ে আমি থাকব। সঙ্গীতজগতের জন্য অপূরণীয় ক্ষতি’। গত ২-৩ বছর ধরে ওঁর চিকিৎসার দায়িত্ব নিয়েছিল রাজ্য সরকার’। সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে থাকবে রশিদ খানের মরদেহ। সেখান থেকে নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে। মঙ্গলবার রাতে সেখানেই রাখা থাকবে মৃতদেহ। মুখ্যমন্ত্রী জানান, বুধবার রবীন্দ্র সদনে শায়িত রাখা হবে রশিদ খানকে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন তাঁর অগণিত ভক্ত। গান স্যালুটের মাধ্যমে সম্মান জানানো হবে রশিদ খানকে। তারপর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। টালিগঞ্জের কবরস্থানে শেষকৃত্য হবে রশিদ খানের।লেন, ‘
  • Link to this news (আজকাল)