• ‌ পাকিস্তানে ৭৮ বছরের জেল খাটছে হাফিজ সইদ, জানাল রাষ্ট্রপুঞ্জ ...
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদ পাকিস্তানের জেলে রয়েছে। খাটছে ৭৮ বছরের সাজা। সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার সাতটি ভিন্ন মামলায় তাকে এই সাজা শুনিয়েছে আদালত। এমনই তথ্য দিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। প্রসঙ্গত, ২০০৮ সালের ডিসেম্বর হাফিজকে ‘‌গ্লোবাল টেররিস্ট’‌ আখ্যা দিয়েছিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। মুম্বই হামলার পর থেকেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকাতে রয়েছে লস্কর–ই–তৈবার প্রতিষ্ঠাতা। হাফিজের মাথার দাম এক কোটি ডলার ধার্য করেছে আমেরিকা। শোনা যাচ্ছিল পাকিস্তানে রাজনৈতিক দল গড়ে দেশের সাধারণ নির্বাচনেও অংশ নিতে পারে ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী। এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জ জানাল ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকে জেল খাটছে হাফিজ। কিছুদিন আগে ভারতের তরফে হাফিজকে প্রত্যার্পণের জন্য পাকিস্তানের কাছে আবেদনও জানানো হয়। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের তরফে লস্কর–ই–তৈবার অন্যতম প্রতিষ্ঠাতা হাফিজ আব্দুল সালাম ভুট্টাভির মৃত্যুও নিশ্চিত করা হয়েছে। ভুট্টাভি–ই ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলায় অভিযুক্তদের প্রশিক্ষণ দিয়েছিল। 
  • Link to this news (আজকাল)