• ‌সরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান চলাকালীন ঢুকে পড়ল সশস্ত্র দুষ্কৃতীরা, তারপর.‌.‌.‌...
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান চলাকালীন হুডি মাথায় হাতে বন্দুক, ডিনামাইট, গ্রেনেড নিয়ে ঢুকে পড়ল কয়েক জন দুষ্কৃতী। দেওয়া হল চ্যানেল উড়িয়ে দেওয়ার, খুন করার হুমকি। অ্যাঙ্কর–সহ অতিথিদের মেঝেতে হামাগুড়ি দিতে বাধ্য করা হল। এরপরেই চ্যানেলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ঘটেছে এই ঘটনা। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। সব দুষ্কৃতীকেই পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, গত সোমবার থেকে ইকুয়েডরে জরুরি অবস্থা জারি হয়েছে। যার মেয়াদ ৬০ দিন। সে দেশের কুখ্যাত অপরাধী জেল ভেঙে পালানোর পরেই প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া দেশে জরুরি অবস্থা জারি করেন। তার পরেই এই ঘটনা। জানা গেছে একাধিক পুলিশকর্তাকে অপহরণ করেছে দুষ্কৃতীরা। বিস্ফোরণও ঘটিয়েছে তারা। জানা গিয়েছে, মঙ্গলবার সরকারি টেলিভিশন টিভিতে অনুষ্ঠান চলছিল। সেই সময় কালো হুডি পরিহিত কয়েক জন সশস্ত্র দুষ্কৃতী অস্ত্রশস্ত্র নিয়ে গুয়াইয়াক্যুইল শহরে চ্যানেলের স্টুডিওয় ঢুকে পড়ে। চ্যানেল ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এটা ঘটনা, গত নভেম্বরে ক্ষমতায় এসেই নোবোয়া দেশে মাদক ব্যবসা এবং সেই সম্পর্কিত হিংসার ঘটনা চিরতরে বন্ধ করার প্রতিশ্রুতি দেন। তারপরেই ঘটে গেল এই ঘটনা। 
  • Link to this news (আজকাল)