• ‌ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হচ্ছেন গ্যাব্রিয়েল আতাল...
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন গ্যাব্রিয়েল আতাল। মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তাঁকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন। আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আতাল। মাত্র ৩৪ বছর বয়সে তিনি প্রধানমন্ত্রীর পদে বসছেন। এর আগে ১৯৮৪ সালে ৩৭ বছর বয়সী লোরাঁ ফ্যাবিউস প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। গ্যাব্রিয়েল আতাল এলিজাবেথ বর্নির স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি ২০ মাসের মাথায় পদত্যাগ করেন। মেয়াদকালে তাঁকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণের মধ্য দিয়ে যেতে হয়েছে। গ্যাব্রিয়েল আতাল বর্তমানে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আগামী জুনে ইউরোপীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ নির্বাচনে ফ্রান্স সরকারকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন আতালের হাতে থাকবে। রাজনীতিতে দ্রুততার সঙ্গে উত্থান হয়েছে তাঁর। মাত্র দশ বছর আগে তিনি স্বাস্থ্যমন্ত্রকের এক উপদেষ্টা ছিলেন। 
  • Link to this news (আজকাল)