• ‌ ভারত মুখ ফেরাতেই চীনের দ্বারস্থ হল মালদ্বীপ
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ মুখ ফিরিয়েছে ভারত। তাই চীনের দ্বারস্থ হতে হল মালদ্বীপকে। প্রসঙ্গত, তুঙ্গে ভারত–মালদ্বীপ বিতর্ক। ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন মালদ্বীপের নেতা–মন্ত্রীরা। পাল্টা জবাব দিয়েছে ভারত। সমন পাঠানো হয়েছে মালদ্বীপের রাষ্ট্রদূতকে, উঠেছে মালদ্বীপ বয়কটের ডাক। অনেক ট্রাভেল ওয়েবসাইট মালদ্বীপের বুকিং বাতিল করে দিয়েছে। পরিবর্তে লাক্ষাদ্বীপ ভ্রমণের সংখ্যা বেড়েছে। এরপরেই বেকায়দায় পড়েছে মালদ্বীপ। ভারত থেকে পর্যটকরা মুখ ফেরানোয় চীনের দ্বারস্থ হল মালদ্বীপ। মঙ্গলবারই সে দেশের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ়ু চীনের কাছে আবেদন জানিয়েছেন আরও বেশি করে পর্যটক পাঠানোর জন্য।চীনে গিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। সেখানে গিয়েই চীনকে ‘নিকটতম বন্ধু এবং উন্নয়ন সহযোগী’ বলে উল্লেখ করে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেছেন, চীন আমাদের একনম্বরের মার্কেট ছিল প্রাক–করোনা পর্বে। আমার অনুরোধ সেই জায়গাটা ফের ফিরে পাক চীন।’‌ এদিকে, মালদ্বীপ–ভারত টানাপোড়নকে কাজে লাগাতে চাইছে চীন। অন্যদিকে, আবার ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে দেশের মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন মুইজু। এই অবস্থায় মালদ্বীপ সরকারের তরফে জানানো হয়েছে, চীন সফরের পরেই মোদির সঙ্গে দেখা করতে দিল্লি যাবেন মুইজু।
  • Link to this news (আজকাল)