• ‌ পড়ুয়ার মুখে প্রস্রাবের অভিযোগ উঠল হেড কনস্টেবলের বিরুদ্ধে ...
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ অমানবিক ঘটনার সাক্ষী থাকল কানপুর। পুলিশের হেড কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক ছাত্রের মুখে প্রস্রাব করার! উত্তরপ্রদেশের কানপুরে ওই কনস্টেবলের পাশাপাশি অভিযুক্ত আরও ১২ জন। নির্যাতিত ২৩ বছরের ওই যুবকের নাম আয়ুষ দ্বিবেদী। এমসিএ পড়ুয়া দ্বিবেদী সম্ভবত কোনও মেয়ের সঙ্গে দেখা করতেই তিনি সিভিল লাইন এলাকায় এসেছিলেন। অভিযোগ, সেই সময়ই তাঁকে ভয় দেখিয়ে পাঁচ কিলোমিটার দুরে কুপারগঞ্জে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানেই তাঁকে নিগ্রহ করা হয়। তাঁর মুখে প্রস্রাব করে দেন তাঁরা। এমনকী চটিতে ফেলা থুতুও চাটতে বাধ্য করা হয়। ভয় দেখাতে নির্যাতিতর কানের পাশে বুলেটও ছোড়া হয়। প্রসঙ্গত, গত অক্টোবরে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছিল ওই পড়ুয়ার বিরুদ্ধে। অভিযোগকারী ছিলেন হেড কনস্টেবল ধর্মেন্দ্র যাদব। যার বিরুদ্ধে মুখে প্রস্রাবের অভিযোগ উঠেছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এখনও অবধি এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)