• সন্দেশখালি কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের...
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালিতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা নিয়ে এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম। প্রসঙ্গত, গত শুক্রবার রাজ্যে রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। ৫ জন আধিকারিকের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান। কিন্তু শাহজাহানের বাড়িতে ঢোকার আগেই তৃণমূল নেতার ভক্তরা বিক্ষোভ দেখান। লাঠি, পাথর, ইট নিয়ে চড়াও হন গ্রামবাসীরা। আক্রান্ত হন ইডির আধিকারিকরা। তিন আধিকারিক আহত হয়ে হাসপাতালেও ভর্তি হন। সেই ঘটনার পর বনগাঁতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তারের পর ইডির আধিকারিকদের উপর ফের হামলার চেষ্টা করা হয়। ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দেন রাজ্যপাল। রাজ্য বিজেপির তরফে হাইকোর্টে মামলাও দায়ের করা হয়েছে। লুক আউট নোটিশ জারি করলেও, চারদিন পরেও শাহজাহান শেখকে গ্রেপ্তার করা যায়নি। ইডির আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার পর এবার রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবারের ঘটনার পর রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তাও জানতে চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
  • Link to this news (আজকাল)